আমার মতে! এজগত সংসার! যে জিনিসটির সবচেয়ে বড় কাঙ্গাল বা ভিখারি! তা হলো হাসি!
এজগতের সব কিছুই হয়!
শুধু একটু হাসির জন্যই…
অর্থাৎ যে যাই করে যাস্ট ভালো থাকার জন্য, আর একজন মানুষ তখনই সত্যিকারের হাসি হাসতে পারে! যখন সে!ভালো থাকে! সুখে থাকে! আনন্দে থাকে! খুশি থাকে! অতএব এতোগুলো অনুভূতির বহিঃপ্রকাশ এই হাসি!
অথচ!এই মহৎ কাজটি যারা করে থাকেন! মানে! যারা মানুষ হাসিয়ে থাকেন! তাদের আমরা জোকার বলে ডাকি! তাদের যাচ্ছেতাই যা মন চায় বলি! ইচ্ছেমত হেও প্রতিপন্ন করি!
অথচ সে তার সবটুকু পরিশ্রম ঢেলে দিয়ে হাসি ফোটান তার মতই একজন মানুষের মুখে! আর আমরা! তখন ভুলে যাই যে, সেও আমাদের মতই একজন মানুষ! তখন তিনি আমাদের কাছে হয়ে যান সুধুই একজন জোকার! আর কিচ্ছু না, কত! অদ্ভুত এই জগত! আর কতইনা অদ্ভুত এই জগতে বসবাস করা মানুষেরা..!☺
______________মুহাম্মাদ আনাস ফারহান